স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন-এর সাথে সরকারি আইনজীবী, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বি.এম.তারিক-উজ-জামান, সহকারী কমিশনার (জুডিসিয়াল শাখা) আশফাকুর রহমান, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নাঈম, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সরোয়ার বাবু, সরকারি কৌশুলী (জিপি) আব্দুল খালেক, নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমএম শাহজাহান মুকুল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ.স.ম. আব্দুর রউফ ও আহসান আলী এবং সকল সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও সহকারী সরকারী কৌশুলী (এজিপি) উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, জনগণের কল্যাণে কাজ করাই আমাদের উদ্দেশ্যে। যে যার অবস্থান থেকে জনগণের কল্যাণে কাজ করবো। আল্লাহ যে কয়েক দিন চুয়াডাঙ্গায় রিজিক রেখেছেন সে কয়েক দিন কাজ করবো। কিছুদিনের মধ্যে নির্বাচন আসছে। ভোটাররা দুটো ভোট দিতে পারবেন। একটি গণভোট এবং অপরটি সংসদীয় ভোট। এবার প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিতে পারবেন। প্রবাসীদের ভোট অনলাইনে হবে। অভ্যুত্থানের পর একটা সরকার গঠন হয়েছে। আমাদের টার্গেট সুন্দরভাবে নির্বাচন করা। নির্বাচন কেন্দ্রীক মামলা-মোকদ্দমা হবে। এগুলো দ্রুত নিষ্পত্তি হয়, তাহলে সুবিধা হয়। বাংলাদেশের মানুষ প্রকৃতিগতভাবে অস্থির। সেজন্য আইন কর্মকর্তাদের সহযোগিতা চাই। মামলা যেন দ্রুত শেষ হয়ে যায়। সে যদি প্রতিকার না পায়, সে প্রতিশোধ পরায়ন হবে। আমি আপনাদের একজন। আমি চুয়াডাঙ্গার নাগরিক। আপনাদের কোন কিছু লাগলে আমাকে জানাবেন। যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।
এর আগে দিনের সূচনালগ্নে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে আয়োজিত গ্রাম আদালত বিষয়ক অর্ধ-বার্ষিকী সমন্বয় সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় তিনি গ্রাম আদালতের কার্যক্রমের দক্ষতা, সেবার মানোন্নয়ন, সময়োপযোগী তথ্যপ্রবাহ ও ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও পেশাদারিত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরে জেলা প্রশাসক সাপ্তাহিক গণশুনানি পরিচালনা করেন। বিকেলে তিনি জেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভায় সভাপতিত্ব করেন। দিনের শেষভাগে জেলা প্রশাসক জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। তিনি তাঁদের অবদান, ত্যাগ ও দেশের জন্য অসামান্য ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁদের কল্যাণে সরকারের চলমান ও ভবিষ্যৎ উদ্যোগসমূহ তুলে ধরেন।



