স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মারুফ সরোয়ার বাবু-আহসান আলী প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের তৃতীয়তলায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চুয়াডাঙ্গা কমিটির আহবায়ক আ.স.ম. আব্দুর রউফের সভাপতিত্বে ফোরামের সদস্য সচিব মানজার আলী জোয়ার্দ্দার হেলাল সভা সঞ্চালনা করেন। সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে মারুফ সরোয়ার বাবু, সহসভাপতি পদে সিরাজুল ইসলাম (১) ও আব্দুল্লা-আল-মামুন, সাধারণ সম্পাদক পদে আহসান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আফরুজা আকতার ও মশিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে এস.এন..এ. হাশেমী, ক্রীড়া সম্পাদক পদে আতিয়ার রহমান (২) ও গ্রন্থাগার সম্পাদক পদে রুবিনা পারভীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী সদস্য পদে ফরজ আলী , রাগিব আহসান, আশিকুর রহমান রাজ, মো. আক্তারুজ্জামান , শরিফুল ইসলাম (২) ও তানভীর আহম্মদ শাওন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সিরাজুল ইসলাম।
প্যানেল পরিচিতি সভায় সরকারি কৌশুলী (জিপি) আব্দুল খালেক, নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমএম শাহজাহান মুকুল, সিনিয়র আইনজীবী এস.এম. আসাদুজ্জামান গণি সালাম, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, মো. বদিউজ্জামান, মেহেদী হাসান নয়ন এবং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। সভার সভাপতি ফোরামের আহবায়ক আ.স.ম. আব্দুর রউফ বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে মারুফ সরোয়ার বাবু-আহসান আলী প্যানেলের পক্ষে কাজ করার আহবান জানান।



