স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ‘জেলা পর্যায়ে’ জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টায় জেলা মডেল মসজিদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে কিরায়াত, আযান, বক্তৃতা, হামদ-নাত, রচনা, কবিতা আবৃত্তি ও ইসলামী গান এর ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ইসলামিক ফাউন্ডেশন প্রতিযোগিতার আয়োজন করে।
চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাসুম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি হিসাবরক্ষক আব্দুল হাকিম সঞ্চালনা করেন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রোকনুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় মাষ্টার ট্রেইনার মাওলানা আমির হোসেন, মো. আক্তারুজ্জামান, মারিয়া মাহবুব, আদিল হোসেন ও বদরুজ্জামান তুষার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। পুরষ্কার বিতণ অনুষ্ঠানে প্রধান অতিথি মো. রোকনুজ্জামান বলেন, ‘তোমরা যারা পুরষ্কার পাবার যোগ্য বিবেচিত হয়েছো তারাতো সরাসরি প্রত্যক্ষভাবে পুরষ্কার পাচ্ছই। যারা পুরষ্কার পেলে না, তারা মনোবল হারাবে না। তাঁরা আবার সাহসের সাথে মনোবল নিয়ে চর্চ্চা করবে আগামীতে পুরষ্কার ছিনিয়ে নিতে পারবে।’ ইসলামিক ফাউন্ডেশনকে অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ জানাই এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। প্রসঙ্গত : ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আযোজিত প্রতিযোগিতায় যারা অংমগ্রহন করেছে তাঁরা এর আগে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করলো। এরপর তাঁরা বিভাগীয পর্যায়ে খুলনায় অংশ গ্রহনের জন্য বিবেচিত হবে এবং তারপর জাতীয় পর্যায়ে অর্থাৎ রাজধানী ঢাকায় যাবে।



