জীবননগর অফিস
জীবননগর হাসাদাহ ইউনিয়নে গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী হাসানুজ্জামান সজিব। সোমবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার কৃষি ও শ্রম সম্পাদক মোসারোফ হোসেন, জীবননগর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাজেদুর রহমান, শ্রমিক আন্দোলনের জীবননগর থানা শাখার সভাপতি ক্বারী জিল্লুর রহমান, সেক্রেটারি মাঃ ইসলামুল হক, বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর হান্নান শাহ, যুব আন্দোলনের সেক্রেটারি রাইহানুল ইসলাম অনিক, হাসাদাহ ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে।
এ সময় হাসানুজ্জামান সজিব এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার বিষয়ে তার দলের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “আমি জনগণের জন্য কাজ করতে এসেছি, আমার লক্ষ্য জনগণের সেবা এবং তাদের জীবনমান উন্নয়ন করা।” সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি সবার কাছে হাতপাখা মার্কায় ভোট চান। তিনি হাসাদাহ বাজার, মাধবপুর বাজার, পুরন্দপুর বাজারে গণসংযোগ করেন।



