চুয়াডাঙ্গায় অনার্স ও ডিগ্রি শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে অনার্স ও ডিগ্রি অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৫’  অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা শহীদ মিনারের  সামনে মুক্তমঞ্চে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই শিক্ষামূলক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ। শিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আজকের তারুণ্যই আগামী দিনের দেশ ও জাতির মূল চালিকাশক্তি। জ্ঞান অর্জন ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের প্রস্তুত করে আগামী দিনে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করবে এটাই আমাদের প্রত্যাশা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই পথে সুন্দরভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের পাশে থাকার এবং মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে আগামী দিনে সুন্দরভাবে দেশ গড়ার কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান, জামায়াতের  চুয়াডাঙ্গা জেলা আমীর মোঃ রুহুল আমিন ও সহকারী সেক্রটারী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র শিবির বগুড়া জেলার শহীদ রুহানীর পিতা, সাবেক জেলা সভাপতি তরিকুল ইসলাম, হুমায়ুন কবির শান্ত, কাইয়ুম উদ্দিন হিরক সহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *