আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় জনকল্যাণভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ‘ফ্রি ডায়াবেটিক কেয়ার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গা হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জনকল্যাণভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ‘ফ্রি ডায়াবেটিক কেয়ার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মানবকল্যাণকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ গ্রহণ করেন। এ কর্মসূচিতে অভিজ্ঞ ডাক্তার, মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে অংশগ্রহণকারীদের রক্তে শর্করা পরীক্ষা, ঝুঁকি বিশ্লেষণ, স্বাস্থ্যপরামর্শ, খাদ্যাভ্যাস ও জীবনযাপনবিষয়ক নির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে নিম্নআয়ের মানুষ যাতে সহজে স্বাস্থ্যসেবা পেতে পারে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান। এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি শাওন হোসেন রুমন জানান, ডায়াবেটিস একটি নীরব ঘাতক। দেশের অনেক মানুষ চিকিৎসা পরামর্শের অভাবে ঝুঁকির মধ্যে থাকেন। সাধারণ মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাই আমরা প্রতিনিয়ত এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত আকারে আয়োজন করতে চাই।
তিনি আরও বলেন, সমাজের আর্থসামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, শিক্ষা সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডকে সামনে রেখে এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশন ভবিষ্যতেও জনকল্যাণমূলক উদ্যোগ চালিয়ে যাবে। এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, যুবসমাজ, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।



