জীবননগর অফিস
হঠাৎ করেই চুয়াডাঙ্গা জেলায় জেঁকে বসেছে শীত। শুরু হয়েছে শীত বস্ত্র কেনার ধুম। শীত বস্ত্র কিনতে ছুটছে মানুষ দোকানে। নাগালের মধ্যে শীত বস্ত্র কিনতে ভিড় বাড়ছে ডাক বাংলা মার্কেট ও পুরাতন কাপড়ের মার্কেটে। সীমিত আয়ের মানুষের একমাত্র ভরসা এই মার্কেট। হঠাৎ করে শীত অনুভূত হওয়ায় শীতবস্ত্রের বিপনী বিতানে ভিড় বেড়েছে। বুধবার জেলায় সকাল ৯টায় তাপমাত্র রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
জীবননগর শহরের বিপনী বিতানগুলো ঘুরে দেখা যায়, বিভিন্ন বয়সের মানুষ তাদের জন্য শীত বস্ত্র কিনতে ব্যস্ত। বিশেষ করে শিশু ও কর্মজীবী মানুষ তাদের জন্য শীত বস্ত্র কিনতে দোকানে ভিড় করছেন। দেখতে সুন্দর, দাম কম নাগালের মধ্যে হওয়ায় ডাক বাংলা মার্কেট ও বাস স্ট্যান্ডের পুরাতন কাপড়ের মার্কেটে ক্রেতা সব থেকে বেশি। বা”চাদের জন্য হাত ও পায়ের মোজা, টাউজার, মোটা গেঞ্জি ক্রেতারা কিনছেন। কর্মজীবী মানুষ সকালে বাহিরে কাজের জন্য বেশি কিনছেন মোটা গেঞ্জি। এছাড়াও শীতের জন্য জ্যাকেট, সোয়েটারসহ শীত বস্ত্র বিক্রি শুরু হয়েছে।
উপজেলার যাদবপুর গ্রামের নওশের আলী বলেন, তিনি তিনটি মোটা গেঞ্জি কিনেছেন ৩০০ টাকা দিয়ে। এখন অল্প শীত তাই এই মোটা গেঞ্জি কিনেছেন। অন্য মার্কেটে দাম বেশি। এই পুরাতন কাপড়ের মার্কেট দাম অনেক কম।
বাঁকা গ্রামের রাসেল বলেন, আমি একটা জ্যাকেট কিনলাম। এটার দাম নিয়েছে ৪০০ টাকা। পুরাতন কাপড়ের মার্কেটে দাম কম বলে এখান থেকে আমি জ্যাকেট কিনলাম। মহেশপুর উপজেলার কুশোডাঙ্গা একজন নারী ক্রেতা ২০০ টাকা দিয়ে তিনি তার সন্তানের জন্য শীতের পোশাক কেনেন। দোকানী লোকমান হাকিম ও হারেজ উদ্দিন জানান, দুদিন থেকে হঠাৎ শীত শুরু হয়েছে। শীতের পোশাক বিক্রি শুরু হয়েছে। অল্প শীতে যে সব পোশাক ব্যবহার করা যায় সে ধরণের শীত বস্ত্র বেশি বিক্রি হচ্ছে।



