পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ দশমাইল, দশমী দিঘির পাড়ার পশ্চিম পাড়া জামে মসজিদ থেকে বেটারী ও মাইক সেট চুরি হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার এ চুরির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের বাইরের গেট খোলা ছিলো মসজিদের ঈমাম বাচ্চাদের আরবী পড়িয়ে গেট দিতে মনে না থাকায় এই সুযোগে দুজন লোক পালসার মোটরসাইকেল যোগে মসজিদে ঢুকে এগুলো চুরি করে নিয়ে পালিয়ে যায় ব্যাটারী এবং মাইক সেট। যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা প্রায়।



