স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে উদ্বোধনী খেলার মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম সাইফুর রশিদ।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে বলে তিনি প্রত্যাশা করেন। সকলের সহযোগিতায় টুর্নামেন্ট সফলভাবে শেষ হবে বলে তিনি প্রত্যাশা করেন। উদ্বোধনী দিনে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাসব্যাপী এই টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলী, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



