দামুড়হুদায় কৃষকের হাতে উপসহকারী কৃষি কর্মকর্তা লাঞ্ছিত অভিযোগ

দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় চাহিদামত সার না পেয়ে ক্ষিপ্ত হয়ে উপসহকারী কৃষিকর্মকর্তা নসির উদ্দীনকে লাঞ্ছিত করেছে কৃষক আব্দুল কাদের। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নতিপোতা বাজারে এই ঘটনা ঘটে। কৃষক আব্দুল কাদের উপজেলার নতিপোতা গ্রামের মনির উদ্দীনের ছেলে। এবিষয়ে উপসহকারী কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার ও দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সুত্রে জানাগেছে, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নতিপোতা বাজারে বিসিআইসি সার ডিলার মের্সাস শাহিন আক্তারের দোকানে সার বেচা বিক্রি চলছিল। আব্দুল কাদের দুই নামে২০কেজি করে ৪০ কেজি  টিএসপি সার ক্রয় করেন। তখন উপসহকারী কৃষিকর্মকর্তা নাসির উদ্দীন সার বিক্রয় তদারকি করছিলেন। এরই এক ফাকে কৃষি কর্মকর্তা সার ডিলারের দোকানের পাশে কৃষকদের সাথে রবি মৌসুমের সার ব্যবস্থাপনা ও চাষাবাদ নিয়ে কৃষকদের সাথে কথাবলছিলেন। এসময় কৃষক আব্দুল কাদের উপসহকারী কৃষিকর্মকর্তা নাসির উদ্দীনকে আচমকা মাথায় আঘাত করে। উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, চাহিদামত সার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে কৃষক এমন আচরন করেছে। এবিষয় থানায় ও একটি অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান। এবিষয়ে অতিরিক্ত কৃষি অফিসার অভিজিত কুমার বিশ্বাশ বলেন, আমি অফিসে ছিলাম না তবে বিষয়টি শুনে উদ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে তারা এ বিষয়ে ব্যবস্থা নিবেন। উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র বলেন, সন্ধায় উপসহকারী কৃষিকর্মকর্তার লিখিত অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *