স্টাফ রিপোর্টার
নির্বাচনী প্রচারণার ব্যস্ত সূচির মাঝেও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ যুব সমাজ ও ক্রীড়াঙ্গনের প্রতি তাঁর গভীর আন্তরিকতা প্রমাণ করছেন। আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের রুইথনপুর যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত সিএইচআর নাইনসেট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খেলোয়াড় ও দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেন। অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহাবুল হক মাবুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটিতে পাঁচ কমলাপুর ট্রাইবেকারে ৫-৪ গোলে ভাংবাড়িয়া একাদশ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিপুল সংখ্যক দর্শক এই খেলা উপভোগ করেন।
উপস্থিত হাজারো দর্শক, খেলোয়াড় ও তরুণ সমাজের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে মো: শরীফুজ্জামান শরীফ বলেন, ‘খেলাধুলা হলো তারুণ্যের স্পন্দন, যা মাদকের ভয়াল থাবা থেকে আমাদের যুব সমাজকে দূরে রাখে। রুইথনপুরের এই মাঠের উদ্দীপনা প্রমাণ করে, আমাদের তরুণ সমাজ সুস্থ থাকতে চায়, তারা সামনে এগিয়ে যেতে চায়। আপনারা যারা এই খেলায় অংশ নিলেন, আপনারাই আগামী দিনের সুস্থ বাংলাদেশ গড়ার সৈনিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম বিপ্লব, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, চিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক আব্দুল কামাল, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, বেল্টু মেম্বার, সহিদুল হক এবং মিখাইল সহ স্থানীয় নেতৃবৃন্দ।



