ফ্যাসিস্টদের কাউকেই নির্বাচন করার সুযোগ দেবে না রাশেদ খাঁন

‎ঝিনাইদহ অফিস

‎আগামী নির্বাচনে কোনো ডামি এমপি, আওয়ামী পন্থী, ফ্যাসিস্ট কাউকেই অংশগ্রহণ করে নির্বাচন বানচাল করার সুযোগ দিবেনা গণঅধিকার পরিষদ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এর আগে হরিণাকুন্ড উপজেলার একতারা মোড়ে গলঅধিকার পরিষদের দুর্বৃত্তদের দ্বারা ভাংচুর করা অফিস পরিদর্শন করেন রাশেদ খান। গতকাল রবিবার ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার একতারা মোড়ে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

সে সময় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া যে আসন গুলোতে নির্বাচন করবে সেখানে কাউকে নমিনেশন দিবেনা গণ অধিকার পরিষদ। বেগম খালেদা জিয়া অনেক কষ্টে জেল জুলম সহ্য করেছেন তাকে সবাই সমর্থন করবেন। সেরা নির্বাচন করার জন্য মুখের বুলিই শুধু শুনছি। রাজনৈতিক দলগুলোকে সান্ত্বনার বাণী শোনানো হচ্ছে। গণ-অভ্যুত্থানের পরে আমার কাছে মনে হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। বরং দেশে হানাহানি, মারামারি ও বিদ্বেষ বেড়েই চলেছে। এ সময়  উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *