জীবননগর অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুকে জয়ী করতে জীবননগর উপজেলার উথলীতে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উথলী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উথলী ফার্মগেট পাড়ায় দলীয় কার্যালয়ের সামনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন- উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা জহুরুল হক ঝন্টু। ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিনারুল হক জান্টুর সভাপতিত্বে ও যুবদলের নেতা রুবেল আহম্মেদ সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উথলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি সদস্য ইউনুচ আলী, উথলী ইউনিয়ন যুবদলের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হুসাইন, যুবদল নেতা তৌহিদুল ইসলাম, দেবাশীষ বিশ্বাস, সোহেল রানা সহ অনেকে।
এসময় কর্মীদের উদ্দেশ্য বক্তারা বলেন, মাহমুদ হাসান খান বাবু দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে চুয়াডাঙ্গা-২ আসনের নেতাকর্মীদের পাশে আছেন। দলের কঠিন দুঃসময়ে তিনি আমাদের পাশে থেকে শক্তি ও সাহস যুগিয়েছেন। আমাদের বিপদ আপদে সবসময় তার সহযোগিতা পেয়েছি। আমাদের প্রিয় নেতা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসন থেকে ধানের শীষ প্রতীক পেয়েছেন। বাবু খানকে সংসদ সদস্য নির্বাচিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট প্রার্থনা করতে হবে।তিনি একজন কেন্দ্রীয় নেতা ও বিজিএমইএর নির্বাচিত সভাপতি। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে ইনশাআল্লাহ মন্ত্রী হবেন এবং এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। ৫ আগস্টের পর একটি দল যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বাংলাদেশ সৃষ্টি হোক সেটা চায় নি তারা এখন ক্ষমতার মসনদে বসতে চায়। তারা সাধারণ মানুষ কে বিশেষ করে মা বোনদের ভুল ভাল বুঝিয়ে যাচ্ছেন। বিশেষ একটা প্রতীক কে ভোট দিলে বেহেস্তের টিকিট পাওয়ার কথা বলছেন। এদের থেকে সতর্ক থাকতে হবে। কর্মী সমাবেশে ১নং ওয়ার্ড বিএনপির নেতা হাবিবুর রহমান হাবু, ডা. ওয়াহেদ, ইমরান হোসেন সহ ১ ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



