লোকনাথপুর সৌদি রিসোর্টে ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল সমাবেশের রুহুল আমিন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা-২ আসনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে লোকনাথপুর সৌদি রিসোর্টে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ ও অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন।

রুহুল আমিন বলেন, ছাত্রশিবিরকেই দেশের সাধারণ ছাত্রসমাজের দায়িত্ব নিতে হবে। নির্বাচনের সকল কর্মসূচিতে নিষ্ঠার সাথে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। কাজের সাথে সাথে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে। বর্তমান সময়ের প্রেক্ষিতে ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচিতে মানুষ আস্থা রাখছে। তোমাদের নিষ্ঠা, এবাদত, সখ্যতা সামাজিকতা সবকিছু কাজে লাগিয়ে আরো মানুষের কাছে তোমাদেরকে পৌঁছাতে হবে। এই নির্বাচন বাংলাদেশের নির্যাতিত মানুষের পক্ষে নির্বাচন, অসংখ্য ছাত্রের ছাত্রত্ব হারানোর প্রতিবাদের নির্বাচন, এই নির্বাচন আমাদের অস্তিত্বের লড়াই, ২৬শের নির্বাচন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। মাদকের ভয়াল ছোবল থেকে ছাত্রদের বাঁচাতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জাময়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন। সদস্য সচিব পারভেজ আলম, প্রচার সম্পাদক আব্দুর রহিম, দামুড়দা থানা সভাপতি আল ফাহাদ সবুজ হোসেন, দর্শনা সভাপতি লোকমান হোসে, জীবননগর থানা সভাপতি মোহাম্মদ রাসেল হোসেন, জীবননগর পৌর সভাপতি আকিমুল ইসলাম, হাসাদা সাংগঠনিক থানা সভাপতি আমির হামজা সহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *