দামুড়হুদা অফিস
দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজারের মালিক সুপার মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানের মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে মার্কেটের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মালিক সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কমিটির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রশিদ, নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি রেজাউল হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুর আলম দিপু,কোষাধক্ষ্য মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন মামুন, প্রচার সম্পাদক আল মামুন, ক্রীড়া সম্পাদক সালাউদ্দীন আহমেদ (বিপুল)সদস্য মনিরুজ্জামান, রাব্বি, বাবু, নিশান।
সভায় ব্যবসায়ীরা দেশের চলমান পরিস্থিতিতে কিভাবে ব্যবসার মান উন্নয়ন করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং ব্যবসার মন্দা পরিবেশ থেকে উত্তরণে মালিক পক্ষের পূর্ণ সহযোগিতা কামনা করেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।



