ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ওয়েব ফাউন্ডেশন আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবমুখর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর লতিফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। এ সময় তিনি বলেন- ক্রীড়া ও সংস্কৃতি মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, মননশীল করে তোলে। বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের এই চর্চায় সম্পৃক্ত করা জরুরি। এমন আয়োজন কেবল আনন্দ দেয় না, বরং একটি প্রজন্মকে দেশপ্রেম, সততা ও সহযোগিতার মানসিকতায় গড়ে তোলে।

ওয়েব ফাউন্ডেশনের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, অ্যাডভাইজার আব্দুর শুকুর, উপজেলা প্রোগ্রাম অফিসার জিয়াউর রহমান, প্রোগ্রাম অফিসার আসাদুজ্জামান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, বিদ্যালয়ের নবনির্বাচিত অভিভাবক কমিটির সদস্যবৃন্দ আবু সাইদ, তরিকুল ইসলাম, আহসান আহমেদ, শামিম রেজা, শাহারভানু প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেন। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয় বিভিন্ন বিভাগে — ভলিবল, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গল্প বলা, শরীরচর্চা, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতায়। শিশু থেকে শুরু করে মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার বিকাশ ঘটায়। বিদ্যালয় প্রাঙ্গণ দিনজুড়ে মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের হাসি, উচ্ছ্বাস ও করতালিতে।

এছাড়া ওয়েব ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান বলেন, ওয়েব ফাউন্ডেশন সবসময় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ইতিবাচক চিন্তা-চেতনা গঠনে ক্রীড়া ও সংস্কৃতির ভূমিকা অপরিসীম। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ও অভিভাবকদের চোখে গর্বের ঝিলিক—সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতার পর্দা নামে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর লতিফ ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের জীবনে এক অনুপ্রেরণার আলো ছড়াবে। আমরা আশা করি, আগামী দিনেও ওয়েব ফাউন্ডেশন ও বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান হবে। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যেখানে ক্রীড়া সংস্কৃতির মেলবন্ধনে ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় হয়ে ওঠে এক প্রাণচঞ্চল মিলনমেলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *