দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)কার্যালয়ের আয়োজনে সৌদি সরকার কর্তৃক পাঠানো উপহার কোরবানির পশু দুম্বার গোশত বিতরণ করা হয়েছে। সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের প্রতিনিধি হিসেবে তদারকের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউতে ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, রাজকীয় সৌদি আরব সরকার কর্তৃক প্রতিবছর বিশ্বজুড়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কোরবানি গোশত পৌঁছে দেয়ার একটি বার্ষিক উদ্যোগ গ্রহণ করে। সৌদি সরকারের প্রেরিত উপহার উপহার বাংলাদেশে আসার পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্থানীয় পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে এই সহায়তা পৌঁছে দেয়া হয়। এ লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৭৭ টি এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর মাহতামিম ও পরিচালক বৃন্দের নিকট রাজকীয় সৌদি আরব সরকারের দেওয়া ১৮৪ প্যাকেট দুম্বার মাংস উপহারের সুষম বণ্টনের মাধ্যমে তুলে দেয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ আলী, সহকারি মৎস্য ও ট্যাগ কর্মকর্তা ফারুক মহালদার, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান হবি, মোজাম্মেল শিশির, শেখ হাতেম, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য-সহকারী ফিরোজ আহমেদ, অফিস সহকারী মনসুর আলী, অফিস সহায়ক জাকির হোসেন প্রমুখ।
বিতরণ কালে সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আশরাফ আলী জানান, বিশ্বজুড়ে সৌদি আরব সরকার প্রতিবছর দরিদ্র অসহায় মানুষের মাঝে কোরবানির দুম্বার গোশত বিতরণ করেন। এ কর্মসূচির আওতায় বাংলাদেশেও এতিমখানা মাদ্রাসা সহ সুবিধাবঞ্চিত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দুম্বার গোশত বিতরণ করা হয়। সৌদি সরকারের দেওয়া এ উপহার বাংলাদেশের ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিতরণ হয়ে থাকে, রাজস্থানে ভাবে তদারকি করেন স্থানীয় প্রশাসন।



