আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার পারলক্ষ্মীপুর বাজারে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার সময় আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষ্মীপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পারলক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আশরাফুল আলম কাজল।
সভায় প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণ আজ ঐক্যবদ্ধ। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের এদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে চাই, যেখানে খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য ইনসাফ ও মানবিক মূল্যবোধে গঠিত একটি সোনার বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। সভা শেষে ইনসাফ কমিটির নাম ঘোষণা করা হয় এবং লক্ষ্মীপুর, তালুককররা, খাসকররা, চিলাভালকি ও জাহাপুর এলাকায় গণসংযোগের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
বিশেষ অতিথি ছিলেন- যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন আদালত সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাড. হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা তারবিয়াত বিভাগের মেক্রেটারি বিলাল হোসাইন, অফিস সম্পাদক রফিকুর ইসলাম, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা জামিরুল ইসলাম, উপজেলা শ্রমিককল্যাণের সভাপতি আলহাজ মেহেদি, জামজামি আমীর ফজলুল হক, বেলগাছি সভাপতি আমান উদ্দিন, নাগদাহ আমীর ডাঃ রিপন বিশ্বাস, আইলহাস আমীর লিয়াকত আলী, খাসকররা সেক্রেটারী মাওলানা সমিরুল ইসলাম প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন খাসকররা ইউনিয়ন সহকারি সেক্রেটারি সোলাইমান কবির।



