জীবননগর অফিস
চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিন বলেছেন, আপনারা দেখেছেন এই যে, দেশের সম্পদ নষ্ট, লুণ্ঠন এটা অমানবিক। এটা মনুষ্যত্বের কোনো জায়গায় পড়ে না। আপনি আপনার ব্যবসা করবেন দিন শেষে আমাকে চাঁদা দেবেন এর থেকে কষ্টের কাজ আর কিছু হতে পারে না। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন আরও বলেন, এখন নতুন রাজনীতিতে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সেটেলমেন্ট। ভাইয়ের জমি নিয়ে ঝামেলা হচ্ছে, আমি মাঝখানে দাঁড়াচ্ছি। দাঁড়িয়ে বলছি আমার নামে ১০ কাঠা লিখে দাও, লিখে দেওয়ার পর তোমাদেরটা ঠিক করে দেব। সেটেলমেন্টের সংস্কৃতি আমরা বন্ধ করতে চাই। আমরা আর কী করতে চাই? আমরা এই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।
জেলা আমির আরও বলেন, আমর সফলতা নিতে চায়। আমরা এই সফলতার জায়গায়, সমাজের উন্নয়নের জায়গায়, উন্নয়ন হয় কিন্তু উন্নয়নের সাথে দুর্নীতি হয়। আমরা বলছি উন্নতি হবে, কিন্তু দুর্নীতি আর হবে না। দুর্নীতিটাকে আমরা থামাতে চাই। যদি দুর্নীতি হয় তাহলে উন্নতি কোনোদিন স্থানী হা না। আমার ছেলে কতটা সুপারস্টার হলো সেটা দেখার বিষয় না। আমার ছেলে কতটা মানুষ হলো সেটা আমার কাছে বিবেচ্য বিষয়। আমাদের দেশে শিক্ষিত মানুষের কোনো অভাব নেই, কিন্তু মনুষ্যত্ব ওয়ালা মানুষ বড্ড অভাব। দেখবেন যা ঘর হয়, যেই ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দেন তার শিক্ষার কোনো অভাব নেই। আপনি যখন হসপিটালে যান, যে ডাক্তার বিনা কারণে টেস্ট দেন তারও শিক্ষার কোনো অভাব নেই। অভাব শুধু মোরালিটি, অভাব শুধু নৈতিকতা, অভাব শুধু মনুষ্যত্ব।
জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দলিল উদ্দীন দলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজুল রহমান, পৌর আমির ফিরোজ হোসেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটনসহ বীর মুক্তিযোদ্ধারা।



