স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া,বদ্দিনাথপুর বাজারে পথসভায় চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হাটবোয়ালিয়া,বদ্দিনাথপুর বাজারে এই গণসংযোগ ও পথসভায় অনুষ্ঠিত হয়।
এসময় মাসুদ পারভেজ রাসেল বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার ভোট দিন। অতীতের রাজনীতিবিদরা দেশের তুলনায় নিজেদের স্বার্থকে বড় করে দেখেছেন এজন্যই দেশের মানুষের কোন ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করবো।
অনুষ্ঠানে হারদি ইউনিয়নের আমীর মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, সাংগঠনিক থানা আমীর আব্বাস উদ্দিন, থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, নায়েবে আমীর মাওলানা মনির উদ্দিন ও সেলিম উদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, এইচআরডি সম্পাদক আবু রায়হান, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা জহুরুল ইসলাম মামুন, শাহজাহান মিয়া ও ফরিদ উদ্দিন, সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান ওসমানী, ভাংবাড়িয়া ইউনিয়ন সেক্রেটারি রায়তাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক থানা শাখার সভাপতি আব্দুর রশিদ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলমডাঙ্গা উপজেলা ট্রেড ইউনিয়ন সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ।



