স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামে মায়ের কাছে ১০ টাকা না পেয়ে অভিমানে বিষপান করেছে রাকিব (১০) নামের এক শিশু। তার শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ হানুরবাড়াদি গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। আহত শিশু রাকিব সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের হানুরবাড়াদী গ্রামের মাঠপাড়ার জসিম উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, সকালে রাকিব তার মায়ের কাছে ১০ টাকা চায়। কিন্তু মা টাকা না দিলে অভিমান করে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসে মাকে বলে, আমি মারা গেলে কি হবে? উত্তরে মা জিজ্ঞাসা করে কেন কি হয়েছে? ছেলে জানায়, আমি বিষ পান করেছি। এরপরই আমরা দ্রুত সদর হাসপাতালে নিয়ে এসেছি। তবে সে ঠিক কী বিষ পান করেছে তা এখনো সনাক্ত করা যায়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, “সকালে এক শিশু রোগীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা নিশ্চিত হই, সে কোনো বিষ জাতীয় পদার্থ খেয়েছে। দ্রুত পাকস্থলী ওয়াশ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছে।



