গাংনীতে ধানের শীষের কর্মী সভায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের (খ) ইউনিট বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ইউনিয়নের জুগিন্দা ঈদগাহ মাঠে এ কর্মী সভা অনুষ্ঠত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন।

সভায় প্রধান অতিথি আমজাদ হোসেন বলেন “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। দলকে আরও শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে। তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রচার-প্রচারনা চালিয়ে যেতে হবে। কারণ এই ৩১ দফাতেই নারীদের অধিকার, দেশের অসহায় মানুষের অধিকার ও প্রতিটি পরিবারের আর্থিক অসচ্ছলতা দূর করার জন্য ফ্যামিলি প্যাকসহ সব ধরনের নাগরিকদের সুযোগ-সুবিধা রয়েছে।

ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মোল্লা, ধানখোলা ইউনিয়ন বিএনপির (খ) ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক শফিউর রহমান টমা এবং গাংনী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাংনী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *