সাটারিংয়ের বাঁশ সরানোয় শ্রমিকের হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ বাড়ির মালিকের বিরুদ্ধে

মেহেরপুর অফিস

ঘরের সাটারিংয়ের বাঁশ সরানোতে আনোয়ার নামের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর রিফিউজিপাড়ায় ওয়াহেদের বাড়িতে এই ঘটনা ঘটে। আহত আনোয়ার তেরঘরিয়া আশ্রয়ন প্রকল্প এলাকার কামাল আলীর ছেলে।

আনোয়ার অভিযোগ করে বলেন, আমি একজন নির্মাণ শ্রমিক, আমার হেড মিস্ত্রি জিয়ার সাথে আমরা কাজ করি। আজকে জিয়া ভাই আমাদের চারজনকে সাটারিংয়ের কাঠ আনতে মনোহরপুরে ওয়াহেদের বাড়িতে পাঠায়। সেখানে পৌছে আমরা কাঠ বের করার চেষ্টা করি। তবে চারিদিকে বাঁশ-কাঠ থাকায় কাঠগুলো বের করতে ও যাতায়াতে সমস্যা হচ্ছিল। এসময় আমি সাটারিং দেওয়া তিনটা বাঁশ সামান্য সরানোর কারণে ওয়াহেদ আমাকে বাঁশ সরিয়েছিস কেনো বলেই অকথ্য ভাষায় গালাগলি করে এবং তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। পরে আমি উপর থেকে নিচে নামতেই সে কাঠের বাটাম দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে। বাটামের আঘাতে আমার বাম হাতটি ভেঙ্গে গেছে। এসময় ওয়াহেদ নিজেকে বিএনপির নেতা দাবি করে হুমকিও প্রদান করে।

এবিষয়ে ওয়াহেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সকালে ওরা কাঠ নিতে এসেছিলো। এসময় আনোয়ার গত কয়েকদিন আগে ঢালাই হওয়া জল ছাদের সাটারিংয়ের বাঁশ সরানোর চেষ্টা করে। এসময় তাকে আমি নিষেধ করলে সে উল্টো আমার সাথে তর্ক শুরু করে। সে আমাকে গালাগালিও করেছে এবং মেহেরপুর গেলে সে আমাকে দেখে নেবে এমন হুমকিও দেয়। তখন আমি রাগের মাথায় একটি ছোট্ট কাঠ দিয়ে আস্তে করে আঘাত করেছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *