আলমডাঙ্গা অফিস
‘আমিষের শক্তি, আমিষেই মুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় আলমডাঙ্গা উপজেলার খামারিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১৩টি ডেইরি পিজির (চৎড়ফঁপবৎ এৎড়ঁঢ়) মোট ৫২০ জন সদস্যের হাতে ৭ প্রকারের উপকরণ তুলে দেওয়া হয়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান।
বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার আতিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসান উল হক শাহীন, উপ-সহকারী প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আবুল কাশেম, এসএএলও সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিনসহ খামারি আওয়ালুজ্জামান রাসেল, টিটন, সেলিম, চায়না খাতুন, কহিনুর, হাওয়া খাতুন ও টুম্পা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক বলেন, দেশের আমিষের ঘাটতি পূরণে ডেইরি ও পোলট্রি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার খামারিদের সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে খামারিদের স্বনির্ভর করে তুলতে প্রাণীসম্পদ বিভাগ নিরলসভাবে কাজ করছে।



