স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ (দশ) গ্রাম গাঁজাসহ দুইজন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, চুয়াডাঙ্গার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ও এ. এস. এম. আব্দুর রউফ শিবলু। অভিযানে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক কবির উদ্দিন তালুকদার এবং অধিদপ্তরের অন্যান্য স্টাফ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, পেীর সহরের সাদেক আলী মল্লিক পাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে সুরুজ আলী (৩০) ও সাতগাড়ী গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে ছানোয়ার মোল্লা (৪২)। পরে ভ্রাম্যমাণ আদালতে এক আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং অপর আসামিকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। সমাজ থেকে মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুইজন মাদকসেবী গ্রেফতার



