জীবননগর সীমান্ত ইউনিয়নের জামায়াত নেতা ছোটন মিয়ার বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার


জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জামায়াত নেতা মোহাম্মদ ছোটন মিয়া বিএনপিতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার রাত ৮ টায় বিএনপির আদর্শে অনুপ্রানিত হয়ে জামায়াত ইসলামি থেকে তিনি বিএনপিতে যোগদান করেন।

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েনের হাতে হাত রেখে ইউনিয়ন জামায়াত ইসলামির শ্রমিক বিষয়ক সম্পাদক ছোটন মিয়া বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিউল আমীন , উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, যুবদল নেতা সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম বাবু, তিন নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুস সালাম তেতুল, তিন নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ছাত্রদলের সহ-সভাপতি শামীম রেজাসহ ওয়ার্ড বিএনপি’র ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *