কুতুবপুর প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর ৩ নং কুতুবপুর ইউনিয়নে ভারনারএবেল উইমেন বেনিফিট (ঠডই)কর্মসূচির আওতায় উপকার ভোগিদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের অধিনে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায়, কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে ২০০ জন সুবিধাভোগীর মাঝে ৩০ কেজি হারে চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ সার্বক্ষনিক তদারকি করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং ইউপি প্রশাসক মোঃ নাজমুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক চুয়াডাঙ্গা থেকে জামাল, ইউপি সচিব মোঃ জিয়াউর রহমান, হিসাব সহকারী মোঃ রাজু আহম্মেদ, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রেজাউল হক, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জামাত আলী, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য বিল্লাল হোসেন, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আফাঙ্গীর বিশ্বাস এবং ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুল হালিম।



