কুতুবপুর প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়ন পরিষদে ৩ বছর মেয়াদি ‘সেবা ৯৯ লিমিটেড’ চিকিৎসা সেবার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে সেবা ৯৯ লিমিটেডের উদ্বোধন করেন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন এবং ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম।
আয়োজকগণ বলেন, দেশব্যাপি ডাক্তারগণ ৫০০/১০০০টাকা রোগী দেখার ফিস নিয়ে থাকেন কিন্তু গ্রাম বাংলার অধিকাংশ মানুষ গরীব অসহায় তাদের পক্ষে এই ফিস দেওয়া অসম্ভব হয়ে পড়ে। তাই আমরা প্রতি মঙ্গলবার কুতুবপুর ইউনিয়ন পরিষদে মাত্র ৫০ টাকা ফিসে রোগী দেখব। অভিজ্ঞ ডাক্তার দিয়ে রোগী দেখা হবে এবং ঔষধ দেয়া হবে বিনামুল্যে। তাছাড়া প্রতিবন্ধি অসহায় মানুষের জন্য থাকবে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা। যদি কোন রোগী ১০০ টাকা দিয়ে একবার কার্ড করে নেয় তাহলে সে এবং তার পরিবারের সবাই পাবে ফ্রি চিকিৎসা সেবা। এছাড়াও সবাই বিনা মূল্যে পাবে ফিজিওথেরাপি, ওজন মাপা, ব্লাড প্রেসার পরিমাপ।
উদ্বোধনের প্রথমদিন চিকিৎসা সেবা নিতে কয়েকজন রোগী বলেন, ৫০ টাকায় চিকিৎসা সেবা অনেক ভাল উদ্যোগ তারপর ও ঔষধ ফ্রি এটা বিশ্বাস করা কঠিন। আমরা চিকিৎসা নিলাম যদি ফল ভাল পায় আমরাতো আসবই সাথে প্রতিবেশিদের ও নিয়ে আসব। কুতুবপুর ইউনিয়ন পরিষদের এই চিকিৎসা সেবা উদ্যোগকে স্বগত জানিয়েছে এলাকাবাসী।



