আজ চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত হবে দুর্নীতি দমন কমিশনের ১৮৮তম গণশুনানি

স্টাফ রিপোর্টার

সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর-সংস্থাসমূহে সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আজ সোমবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে এ গনশুনানি অনুষ্ঠিত হবে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় ১৮৮তম গণশুনানিতে প্রধান অতিথি থাকবেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এছাড়া দুদক (তদন্ত)  মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ গণশুনানিতে জেলার সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তাদের অভিযোগ তুলে ধরবেন। এসব অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারিদের সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বাড়ানোর মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল লক্ষ্য।

গণশুনানিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়। গণশুনানির খবরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এটি সফল করতে জেলার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার নাগরিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *