দামুড়হুদায় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান; বিভিন্ন অভিযোগে মিষ্টি বাড়িতে অর্থদণ্ড, পুরাতন মিষ্টি জব্দপূর্বক ধ্বংস!

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলা সদরের বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে অভিযান পরিচালিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাজার এলাকায় প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা ও তদারকি করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিধান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক দামুড়হুদা উপজেলার দশমী ও দামুড়হুদা বাজার এলাকার মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বেকারী, ডিজেল-মবিল বিক্রয়কারী প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় স্বাস্থ্য সনদ না থাকা, ফ্রিজে মাছ-মাংস এর সাথে বাসি মিষ্টি ও মিষ্টি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপাদান সংরক্ষণ করার অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে মেসার্স মিষ্টি বাড়ি এর স্বত্বাধিকার সাদ্দাম হোসেন এর প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এসময় তার ফ্রিজে রাখা পুরাতন মিষ্টি ও অন্যান্য  উপাদান জব্দ করে ধ্বংস করা হয়েছে।অভিযান পরিচালনা কালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে মূল্য তালিকা হালনাগাদ করা, যথাযথ কর্তৃপক্ষ হতে সনদ গ্রহণ পূর্বক ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা কালীন সময়ে সার্বিক সহযোগিতায় করেন,দামুড়হুদা স্যানিটারী ইন্সপেক্টর নিয়ামত আলী, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলামসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *