জীবননগর অফিস
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল জয় লাভ করে। অভিভাবকদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোট গ্রহণ। উক্ত নির্বাচনে বিএনপি সমর্থিত ও জামায়াত ইসলামি সমর্থিত দুটি প্যানেলে মোট ৮জন অভিভাবক সদস্য প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫১৫। পোল হয় ৪১৮ ভোট, মোট বৈধ ভোটের সংখ্যা ৪০৪। পরিত্যক্ত ভোটের সংখ্যা ১৪।
বিএনপি সমর্থিত আঃ মজিদ পেয়েছে ১৭৬ ভোট, ইমরান উদ্দিন পেয়েছে ২০৪ ভোট, ইসাবুল হক ২৫১ ভোট ও জাকির হোসেন পেয়েছে ২৩১ ভোট। অপরদিকে জামায়াত সমর্থিত আবুল মজিদ পেয়েছে ১৭৫ ভোট, কামরুজ্জামান ৯৩, জুয়েল রানা ১২১ ও বকুল হোসেন পেয়েছে ১৫৩ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার। জয়লাভ করার পর বিএনপি সমর্থিত প্যানেলের সদস্যরা ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।
জীবননগরের গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত



