দর্শনা অফিস
দর্শনায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার কুড়ালের কোপে রক্তাক্ত জখম হয়েছেন আপন চাচা।মঙ্গলবার বিকেল ৪টার দিকে দর্শনা পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণচাঁদপুর হল্ট স্টেশন সংলগ্ন তেতুলতলা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণচাঁদপুর এলাকার বাসিন্দা হাশেম আলী (৫৫)-এর সঙ্গে তার ভাতিজা ইমরুল কায়েস (২৯) এর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওইদিন বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইমরুল কায়েস ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কুড়াল দিয়ে চাচা হাশেম আলীর মাথা ও শরীরে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হাশেম আলীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে দর্শনা থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে তাৎক্ষণিক অভিযানে পুলিশ অভিযুক্ত ইমরুল কায়েসকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরুল কায়েস দক্ষিণচাঁদপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে ।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, পারিবারিক কলহের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে আজই (গতকাল মঙ্গলবার) জেলহাজতে পাঠানো হয়েছে।



