আটকবর বাজারে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

দামুড়হুদা অফিস

দামুড়হুদার আটকবর বাজারের শিশির ট্রেডার্স এর স্বত্বাধিকার শরিফুল ইসলাম(৫০) কে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অপরাধে ১০ হাজার টাকার অর্থদÐ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিকাল ৫ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান অভিযুক্তর বিরুদ্ধে সাজা প্রদান করেন।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন, ওই সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তার মাধ্যমে এলাকাযর কৃষকদের মাঝে সার বিতরণ কার্যক্রম চলছিলেন। এ সময় একজন ব্যক্তিকে কৃষক হিসেবে দাঁড় করিয়ে দশ বস্তা সার অবৈধভাবে উত্তোলন করেন। পরবর্তী সময়ে উত্তোলনকৃত সারগুলো সার ও কীটনাশক বিক্রেতা ব্যবসায়ী অভিযুক্ত শরিফুল ইসলামের নিকট বিক্রি করেন। অভিযুক্ত ব্যবসায়ী পরবর্তীতে অবৈধভাবে ক্রয়কৃত সার উচ্চমূল্যে বিক্রি করার জন্য তা অবৈধভাবে সংরক্ষণ করেন। এমন ঘটনার প্রেক্ষিতে সরজমিন গিয়ে ঘটনার সত্যতা মেলেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযুক্তের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রাম্যমান আদালতের বিচারক অর্থ প্রদান করেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬(১২) ৩ ধারা মোতাবেক  উপজেলার আট কবর বাজারের কীটনাশক ও সার বিক্রেতা মোঃ আনসার আলী ছেলে অভিযুক্ত  শফিকুল ইসলামকে দশ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন,উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, সংশ্লিষ্ট বøকের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি টিম।

ভ্রাম্যমাণ আদালতে বিচারক সহকারী কমিশনের (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান জানিয়েছেন, অবৈধভাবে সার উত্তোলন ও সংরক্ষণের অপরাধে অভিযুক্ত সার বিক্রেতা শফিকুল ইসলামের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযুক্ত তার অপরাধ স্বীকার করার প্রেক্ষিতে সার ব্যবস্থাপন আইন ২০০৬,(১২)৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *