চুয়াডাঙ্গায় বিশ্ব পরিসংখ্যান দিবসের র‌্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

সবার জন্য মানসম্মত পরিসংখ্যান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে  একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের কোর্টমোড় প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবু উল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলামের সঞ্চালনায় একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। আলোচনা সভায় তেতুল শেখ কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোঃ রমিজ রায়হান বলেন, পরিসংখ্যান মানে সবাই মনে করি আদম সুমারি গণনা। কিন্তু পরিসংখ্যান মানে অনেক কিছু জানার বিষয় আছে। চুয়াডাঙ্গাতে সরোজগঞ্জ তেতুল শেখ কলেজ, বদরগঞ্জ কলেজ, আলমডাঙ্গা কলেজ গুলোতে পরিসংখ্যান পড়ানো হয় কিন্তু আমাদের সরকারি কলেজ, মহিলা কলেজগুলোতে পরিসংখ্যান পড়ানো হয় না। আমি খোঁজ নিয়ে দেখেছি সরকারি কলেজে পরিসংখ্যান পড়ানোর অনুমোদন আছে কিন্তু এখানে কোন ইকুপমেন্ট নেই এবং পড়ানো হয় না আমি আশা করব পরিসংখ্যান বিষয়ে যেন পড়ানো হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, যেকোনো পরিকল্পনা করতে হলে আপনার কিছু তথ্য উপাত্ত লাগে। এই তথ্য উপাত্তটা কোথায় পাবো? এটা পাওয়ার জন্য বিবিএস অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শরণাপন্ন হতে হবে। বাংলাদেশের যত জরিপ রিলেটিভ কাজ এই বিবিএস করে। একদম মাঠ পর্যায়ে তথ্যগুলো নিয়ে যায় আমাদের জনসংখ্যার বয়সের রেঞ্জ কেমন, আয় কত, পেশা কেমন, কোন পেশায় আয় বেশি, কোন এলাকার মানুষ কোন কোন পেশায় কাজ করে এই কাজগুলোর পরিসংখ্যান করে।  এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের, জেলা কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা টিটিসির উপ-পরিচালক মুছাব্বেরুজ্জামান, জেলা পরিসংখ্যান সহকারী মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মফিজুল ইসলামসহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *