জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি পথ্য সরবরাহে জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি বরাদ্দের পথ্য (খাবার) সরবরাহের দরপত্রে জালিয়াতির অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এনএস ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মানিক মিয়া গতকাল সোবার দুপুর সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ্য সরবরাহের দরপত্র (আইডি নং-১১৩৭০৫৯) ২৪ আগস্ট প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী তিনি ৭ সেপ্টেম্বর দরপত্র জমা দেন। জানা যায়, মোট চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। ৮ সেপ্টেম্বর দরপত্র উন্মুক্ত হলে “অনন্যা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ৩১ লাখ ৭২ হাজার ৮৬৬ টাকার দরপত্র দিয়ে প্রথম হয় এবং কাজটি পাওয়ার যোগ্য হিসেবে নির্বাচিত হয়।

তবে মানিক মিয়ার দাবি, অনন্যা এন্টারপ্রাইজ তাদের দরপত্রে ভুয়া অভিজ্ঞতা সনদ দাখিল করেছে। তিনি জানান, প্রতিষ্ঠানটি ‘দারুল ইলুম হাফিজিয়া মাদ্রাসা’র অভিজ্ঞতা সনদ জমা দিয়েছে, কিন্তু ওই মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা কখনও এ ধরনের কোনো সনদ প্রদান করেনি।

এ বিষয়ে দারুল ইলুম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মোঃ সালাউদ্দীন ৪ অক্টোবর লিখিতভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে জানান, আমাদের মাদ্রাসা কখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খাবার সরবরাহের অভিজ্ঞতা সনদ দেয়নি। এমনকি মাদ্রাসার পক্ষ থেকে টাকার বিনিময়ে খাবার সরবরাহের কোনো সুযোগও নেই।

সংবাদ সম্মেলনে মানিক মিয়া আরও অভিযোগ করেন, লিখিতভাবে ও মৌখিকভাবে ভুয়া সনদের বিষয়টি জানানোর পরও উপজেলা স্বাস্থ্য বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। বরং শোনা যাচ্ছে, অনন্যা এন্টারপ্রাইজকে শিগগিরই কাজ বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে, যা স্পষ্টতই অন্যায় ও বেআইনি। ভুয়া সনদপত্র ব্যবহার করা প্রতারণামূলক অপরাধ। আইন অনুযায়ী এমন প্রতিষ্ঠানের দরপত্র বাতিল, জামানত বাজেয়াপ্ত এবং কালো তালিকাভুক্ত করার বিধান রয়েছে।

মানিক মিয়া দাবি করেন, আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি—ভুয়া সনদ প্রদানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সঠিক প্রক্রিয়ায় কাজটি প্রদান করা হোক। প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *