জীবননগরে পথসভায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন

জীবননগর অফিস

আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগরের রায়পুর বাজারে পথসভা করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াতে ইসলামীর জেলা আমীর রুহুল আমিন। গতকাল বিকেল ৪টা থেকে শুরু করে রাত পর্যন্ত তিনি বিভিন্ন এলাকায় এ পথ সভা করেন।

               এ সময় বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মানবতার কল্যাণে কাজ করতে চাই। মানুষের পাশে থাকতে চাই। জামায়াতে ইসলামী নেতারা দলকানা জনপ্রতিনিধি হতে চাই না। আমরা জনপ্রতিনিধিদেরকে জনগণের নিকট জবাবদিহিতার কালচার প্রতিষ্ঠা করতে চাই। জামায়াতে ইসলামী করতে কলিজা লাগে। মুরগীর কলিজা নিয়ে জামায়াতে ইসলামী করা যায় না। আওয়ামী ফ্যাসিবাদের হাজারো আঘাতেও জামায়াতে ইসলামীর কর্মিরা রাজপথে দাঁড়িয়ে আছে। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েও থামানো যায়নি এ দলের জানবাজ কর্মীদের। জুলুম-নির্যাতন সহ্য করেই জামায়াত আজ এই অবস্থানে এসেছে।

তিনি আরো বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জিতে যাবে জনগণ। জামায়াতে ইসলামী দেশের শ্রমিক সমাজসহ সাধারণ প্রান্তিক জনগোষ্ঠির চাওয়া পাওয়াকে মাথায় নিয়ে দেশ পরিচালনা করবে। দাঁড়িপাল্লা সাধারণ মানুষের প্রিয় প্রতিক। যারা শ্রমিকদের বন্ধু হবেনা তাদেরকে প্রত্যাখ্যান করুন। আমরা শ্রমিকেদের উত্তম বন্ধু হতে চাই। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এ দেশে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করা হবে। শ্রমিকদের ন্যায্য ন্যূন্যতম মুজুরি ধার্য্য করে দেয়া হবে। আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে উন্নতি, দূর্নীতি একসাথে চলবে না। সব রকম দূর্নীতিকে জাদুঘরে পাঠানো হবে। টাকা ছাড়াই আপনার সন্তানকে চাকুরির ব্যবস্থা করতে চাই। জামায়াত মানুষের হক তার দোর গোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা শাসক নই বরং জনগণের সেবক হতে চাই। জীবননগর হাসপাতালকে আধুনিকায়ন করে স্বাস্থ্য সেবার মান আরো উন্নত করা হবে এবং বৈচিত্রময় কৃষি প্রধান জীবননগর এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে।

এ ছাড়াও রায়পুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আমির হামজার সভাপতিত্বে বাদ আসর থেকে এশা পর্যন্ত ইউনিয়নের বাড়ান্দি, নতুন চাকলা, পুরাতন চাকলা ও বালিহুদার পথসভা করেন।

 এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দীন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা মাজিলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজলো আমীর মাওলানা সাজেদুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি এমদাদুল্লাহ মহসিন, নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন, সহকারী সেক্রেটারী সাইদুল হক, বায়তুলমাল সম্পাদক আশাবুল হক মল্লিক, উপজেলা আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি কামাল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, সেক্রেটারি জাহিদুল ইসলাম, যুবনেতা আব্দুল মোতালেব, পৌর যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম জোয়ারদার, জামায়াত নেতা সালাউদ্দীন আহম্মদ, ফজলুর রহমান, মোহাম্মদ আলী, মন্টু মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়পুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাসান শাহরিয়ার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *