দামুড়হুদায় ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

স্টাফ রিপোর্টার 

দামুড়হুদার দশমি গুলশান পাড়া এলাকা থেকে  ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  গতকাল রবিবার বিকালের দিকে জেলা  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলো দামুড়হুদা উপজেলার দশমি গুলশান পাড়ার আনসার আলী মোল্লার ছেলে রাসেল মোল্লা পিন্টু (২৬), আসিকুর রহমান মিন্টুর ছেলে সবুজ (২৪) ও দামুড়হুদার দশমি পাড়ার তোফাজ্জল হোসেন মিন্টুর ছেলে জাহিদ হাসান (৩০)। 

জানা গেছে৷ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  চুয়াডাঙ্গা কার্যালয়ের  বিভাগীয় পরিদর্শক শাহ জালাল খান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

গতকাল রবিবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অভিযান চালানো হয়। 

এ সময় দামুড়হুদার দশমি গুলশান পাড়ার  মোঃ রাসেল মোল্লা পিন্টুর মিষ্টি বানানোর গোডাউনের পাশ থেকে 

মোঃ রাসেল মোল্লা পিন্টু,  সবুজ  ও  জাহিদ হাসানের  দেহ তল্লাশি করে  নীল রংয়ের পলিথিন প্যাকেটের মধ্যে অবৈধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ট্যাবলেট যার বানিজ্যিক নাম ইয়াবা উদ্ধার করা হয় । 

পরে আসামী মোঃ রাসেল মোল্লা পিন্টুর বাড়ি তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়। সবমিলিয়ে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ঘটনায় পরিদর্শক শাহ জালাল খান  বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *