চুয়াডাঙ্গায় নারী ও মাদক দিয়ে অন্যকে ফাঁসানোর ফাঁদ পেতে খালিদ নামের যুবক নিজেই সেই ফাঁদে খেলেন ধরা

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ায় নারী ও মাদক দিয়ে অন্যকে ফাঁসানোর ফাঁদ পেতে খালিদ নামের যুবক নিজেই সেই ফাঁদে খেলেন ধরা। গতকাল শনিবার সন্ধ্যার পর বাগানপাড়ার একটি নির্জন বাড়ি থেকে ওই যুবতীসহ খালিদকে হাতে নাতে ধরে এলাকাবাসি। এসময় খালিদের কাছ থেকে এক বোতল নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই দু’জনকে থানা হেফাজতে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান।
এলাবাসীর অভিযোগ আছে খালিদ হোসেন নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষকে ধোকা দিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। একই পরিচয়ে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনিদের কাছ থেকেও নানান সুবিধা নেয়ার চেষ্টাও তার আগে থেকে। নিজ এলাকায় তেমন কোন সুবিধা করতে না পেরে নিজের বাড়ি থাকতেও তিনি থাকেন শ্বশুরালয়ে। সেখানেও বিভিন্ন সময় এলাকার সাধারণ মানুষকে বোকা বানিয়ে ধোকা দেয়ার চেষ্টাও তার পুরোনো। এবার পেতেছিলেন নতুন ফাঁদ! এক নারীর সাথে যোগসাজসে মাদক দিয়ে অন্যকে ফাঁসানোর ফাঁদ পেতে নিজেই সেই ফাঁদে খেলেন ধরা। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের পাইকপাড়ার গ্রামের বাসিন্দা খালিদ হোসেন। তিনি নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি পরিচয় দিয়ে থাকেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মাছ বিক্রেতা শফিউল ইসলামের জামাই।
চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার (ভাড়া বাসার) বাসিন্দা যুবতি নারী বলেন, খালিদ নামের ওই ব্যক্তির সাথে দিন পাঁচেক আগে পরিচয়। বেশকিছু ছেলে আমাকে বিভিন্ন সময় জালাতন করতো। দু’দিন আগে খালিদের সাথে পৌরসভার পিছনে আমার দেখা হয়। আমি আমার সমস্যার কথা খালিদের কাছে বলি। খালিদ আমাকে পরামর্শ দেয় ওই ছেলেদের কৌশলে ডেকে নিয়ে এসে মাদকসহ ধরে তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে।
ওই যুবতি নারী আরও বলেন, খালিদের কথামতো আজ (গতকাল) শনিবার সন্ধায় খালিদের দেয়া ঠিকানা অনুযায়ী আমি বাগানপাড়ার এই নির্জন বাড়িতে আসি।
এলাকাবাসির অভিযোগ, খালিদ নিজেকে মানবাধিকার সংগঠনের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সময় মানুষকে ধোকা দিয়ে অর্থ আদায় করে থাকে। গতকাল খালিদের কাছ থেকে এক বোতল তরল নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়। খালিদ মাদক পাচারের সাথে জড়িত বলেও অভিযোগ করে স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, খালিদ নামের ওই ব্যক্তিকে বাগানপাড়া থেকে এক যুবতী নারীসহ আটক করা হয়। আটককৃত খালিদ এর আগেও থানায় এসে নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাবি করে বিভিন্ন সুবিধা নেয়ার চেষ্টা করেছে। আমরা দু’জনকে জিজ্ঞাসাবাদ করবো। আইনগত বিষয়টি প্রক্রিয়াধিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *