খাদিমপুর প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু আলমডাঙ্গায় যাওয়ার খবরে খাদিমপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা কান্তপুর ব্রিজ মোড় বাজারে এসে সমবেত হন। পরে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে শামসুজ্জামান দুদু ব্রীজ মোড়ে পৌঁছালে খাদিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী মিছিলসহ স্লোগান দিতে থাকে। এ সময় শামসুজ্জামান দুদু স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কৌশল বিনিময়, সৌজন্য সাক্ষাৎ এবং জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় কর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। সেখানে গণসংযোগ ও সাক্ষাৎ শেষে নেতাকর্মীদের নিয়ে আলমডাঙ্গায় গনসংযোগের উদ্দ্যেশ্যে রওনা দেন এ নেতা।
এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্র দলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম (দোদুল), আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমান, যুবদল নেতা বিল্লাল হোসেনসহ মনি ডাক্তার, শাফায়েত, তানভীর, ইকরামুল হোসেন, আব্দুল মান্নান যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী অংশ নেন। পরে উপস্থিত কর্মীদের মাঝে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার করার আহ্বান জানান।