স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। এছাড়াও আরো একটি অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ভায়াগ্রা উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে
খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/৮৫-আর এর নিকট খোসালপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৯ বোতল ভারতীয় মদ এবং ৮০ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার ৬০/৩৭ আর এর কাছে বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার পথে ৬ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ২ শিশু। আটককৃত পুরুষ সদস্যরা হলো নোয়াখালী জেলার হাতিয়া থানার চর আমান উল্লাহ গ্রামের শ্রী কৃষ্ণ জলদাস (৪০) ও কিরন জলদাস (২৭)। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।