স্টাফ রিপোর্টার
সদ্য প্রয়াত চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব জেলা সাহিত্য পরিষদ চত্বরে পৌর উপজেলা বিএনপির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন।
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি সভাপতিত্বে দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান।
এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল হক আজিজুলসহ পৌর সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অংগসঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রসংগত গত রোববার (৫ অক্টোবর) ঢাকার ধানমণ্ডিতে মেজ ভাইয়ের বাসায় স্ট্রোকে মারা যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তৃণমূলের জনপ্রিয় নেতা মির্জা ফরিদুল ইসলাম শিপলু।