চুয়াডাঙ্গায় ৫২তম জাতীয় অন্তঃস্কুল মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

৫২ তম জাতীয় অন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের  পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা।

গত ১১ অক্টোবর শনিবার একযোগে জেলা শহরের ৪টি ভেন্যুতে খেলা শুরু হয়। জেলার চারটি উপজেলার ১৪৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষে একক ও দলীয় খেলায় বিজয়ের পর জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে। গ্রীষ্মকালীন এ প্রতিযোগিতার ইভেন্টগুলো ছিলো বালক-বালিকা ফুটবল হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবা। বালক ফুটবলে টাই ব্রেকারে সীমান্ত মাধ্যমিক বিদ্যালয় কে ৪-৩  গোলে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় দল। বালিকা ফুটবলে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৪-১ গোলে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছাদেমান্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া বালিকা হ্যান্ডবলে আলোকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বালক হ্যান্ডবলে আলমডাঙ্গার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাবাডি বালকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব  অর্জন করে জীবননগর মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দামুড়হুদা  পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের একক ও দলীয় খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি)নয়ন কুমার রাজবংশী। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার(অঃদা) জেসমিন আরা খাতুনের সভাপতিত্বে পরিষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা  আলমগীর হোসেন,  সহকারী পরিদর্শক আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, জমিয়াতুল মোদ্দারেছিনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি  চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী, চুয়াডাঙ্গা জেলা শিক্ষক সমিতির সভাপতি তিতুদহ  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান,  আলমডাঙ্গা সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ছড়া সম্রাট আহাদ আলী মোল্লা,  আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, দামুড়হুদা পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফাহমিদা রহমান,  মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন,  আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আশরাফুল  আলম সহ জেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা ও ধারাভাষ্য প্রদান করেন চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন ও চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা রকিবুল ইসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *