মেহেরপুর অফিস
জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদানপূর্বক ও গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা। রবিবার সকাল ১০ টায় ডা. শহীদ সামুজ্জোহা পার্ক থেকে জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খাঁনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের নিকট স্মারকলিপি প্রদান করে।
এসময় জেলা জামায়তের সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা জামায়াতে রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, পৌর আমির ডলার মাহমুদ, জেলা জামাতের সূরা সদস্য নাজমুল হুদা, গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।