স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে এক বিশাল মোটরসাইকেল র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করার পর শহীদ হাসান চত্বর হয়ে আবার টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন, জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারী অ্যাড. আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও আব্দুল কাদের বিশাল মোটরসাইকেলের নেতৃত্ব দেন। প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে।

এসময় জেলা আমীর বলেন, ৫ দফা দাবি মেনে নিন, অন্যথায় আবারও গণআন্দোলনের সূচনা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের গুরুত্বপূর্ণ দল হিসেবে যে দাবি উত্থাপন করেছে সেই দাবী বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজন, যে দাবি সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যন্ত জরুরী, যে দাবী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত জরুরী। আমরা স্পষ্ট ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অতি সত্তর জুলাই সনদ বাস্তবায়ন করুন। হাজার হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আর কোন ফ্যাসিবাদ কায়েম করতে দেব না। সাধারণ জনগণ আর স্বৈরাচার দেখতে চায় না। তারা চায় একটি সুশৃঙ্খল, শান্তিময় ও শক্তিশালী বাংলাদেশ। আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতির চালু করতে হবে। পিয়ার চালু হলে কোন এমপি মন্ত্রী আর বিক্রি হবে না, আর কোন দস্যুতা তৈরি হবে না, কেউ ফ্যাসিবাদ হয়ে উঠতে পারবে না। আমরা বলতে চাই যারা গণহত্যা চালিয়েছে তাদের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ সহ নির্বাচনের আগেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। এসময় উপস্থিত ছিলেন- প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক, মাওলানা ইসরাইল হোসেন, তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন, পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, আইটি বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষযক সভাপতি দারুস সালাম, মুফাসিরিন বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ সভাপতি আইনুদ্দিন হিরোক, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, সেক্রেটারি আবেদ-উদ দৌলা টিটন, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাহবুবুর রহমান, সদর আমীর মাওলানা বিলাল হুসাইন, সেক্রেটারি গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর হাসিবুল ইসলাম, সেক্রেটারী মোস্তফা কামাল, আলমডাঙ্গা উপজেলা আমীর সফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, গাংনী আসমানখালি থানা আমীর আব্বাস উদ্দিন, সেক্রেটারি কামরুল হাসান সোহেল, আলমডাঙ্গা পৌরশাখার আমীর মাহের আলীও সেক্রেটারী মসলেম উদ্দিন।