চুয়াডাঙ্গায় বড় পর্দায় বিবিসিকে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকার সম্প্রচার

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেয়া ‘গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন’ শীর্ষক ঐতিহাসিক সাক্ষাৎকার চুয়াডাঙ্গায় বড় পর্দায় প্রদর্শিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় প্রজেক্টরের মাধ্যমে সাক্ষাৎকারটি সর্বসাধারণের জন্য সম্প্রচার করা হয়।
এই আয়োজনকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই সাহিত্য পরিষদ চত্বরে ছিল এক ভিন্ন আবহ। চারপাশে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন বয়সী শত শত মানুষ সেখানে সমবেত হন তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় দেখার জন্য। পুরো স্থানটি জনসমাগমে পরিণত হয়। বিবিসিতে প্রচারিত এই সাক্ষাৎকারটি বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। উপস্থিত দর্শকরা মনোযোগ দিয়ে সাক্ষাৎকারটি উপভোগ করেন এবং বারবার করতালি দিয়ে তারেক রহমানের বক্তব্যের প্রতি সমর্থন জানান।
সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্ট ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু।
আরও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র সহসভাপতি শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মাহবুব আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, পৌর যুবদলের সদস্যসচিব আজিজুল হক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসানসহ পৌর ও সদর উপজেলা বিএনপির সব ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য নতুন প্রজন্মের রাজনীতিক ও সচেতন নাগরিকদের মধ্যে অনুপ্রেরণার সঞ্চারক। তাই সাক্ষাৎকারটি জেলা বিএনপির উদ্যোগে বড় পর্দায় জনগণের মাঝে সম্প্রচারের ব্যবস্থা করেছি। আমরা মনে করি এই সাক্ষাৎকারটি গণতন্ত্র, জাতীয় ঐক্য ও পরিবর্তনের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *