ঝিনাইদহ অফিস
মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ। শনিবার বেলা ১১টার সময় এইচএসএস সড়কে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে তিনি এ প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, গত শুক্রবার ১০ ই অক্টোবরে দৈনিক আমার দেশ পত্রিকায় সাবেক ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের সঙ্গে ব্যবসা, ফেঁসে যাচ্ছেন ঝিনাইদহ বিএনপি নেতা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়েছে আওয়ামী দোসর ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার সাথে তার যৌথ ব্যাবসা রয়েছে।
অ্যাডভোকেট আব্দুল মজিদ এ প্রসঙ্গে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে। তিনি আরো বলেন, আছাদুজ্জামানের সাথে তার কোন ব্যবসা বা কোন বিনিয়োগ নেই। তিনি দীর্ঘদিন ঢাকায় প্লটের ব্যবসা করেন। আছাদুজ্জামানের পরিচিতি এক ব্যবসায়ীর সাথে তার ব্যবসায়ীক লেনদেন রয়েছে। সেই কারনে তাকে ঢাকার নিকুঞ্জ এলাকার একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সারাদিন আটকিয়ে রাখা হয়। এবং মানষিক নির্যাতন চালান হয়। বিভিন্ন রকমের ভয়ভীতি দেখান যাতে তিনি তার পাওনা টাকা না চায়। সে দিন সন্ধ্যায় তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় সেখান থেকে মুক্ত হন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্মাদক সাজেদুর রহমান পপপু-সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জেলা বিএনপির সভাপতি বলেন, আজকে ঐ একই পত্রিকায় একটি প্রতিবাদ ছাপা হয়েছে।