মাদক ও সন্ত্রাস প্রতিরোধে ঝিনাইদহের আরাপপুরে স্থানীয় কমিটি গঠন

ঝিনাইদহ অফিস

মাদক সন্ত্রাস ও চুরি ছিন্তাই প্রতিরোধে ঝিনাইদহের আরাপপুরে কেন্দ্রীয় জামে মাসজিদ কর্তৃক স্থানীয় কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে ঝিনাইদহ নিউ একাডেমী স্কুল কক্ষে এক পূর্ণাঙ্গ কমিটির প্রদান করা হয়। এতে স্থানীয়দের মতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রানু কে সভাপতি করে সাধারণ সম্পাদক করা হয় ঝিনাইদহ বাস মিনিবাস মালিক সমিতির সদস্য আব্দুল মতিনকে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাড. ইসমাইল হোসেন, ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি বিশ্বাস এবং সভাপত্বি করেন ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু রেজা। সে সময় প্রধান অতিথির বক্তব্যে, আব্দুল মজিদ বিশ্বাস বলেন আমাদের সমাজে রাত হলেই মাদকসেবীদের আড্ডায় জমে ওঠে অলিগলি। আমাদের এ তরুণ সমাজকে প্রতিরোধ করতে হবে এখনই না হলে আগামীর দিনগুলো ভয়াভহ হয়ে ওঠে। মাদক সন্ত্রাস ও চুরি ছিন্তাই যেন আমাদের মহল্লায় না হয় সে জন্য আমরা ণৈশপ্রহরী মোতায়েন করছি। আপনার আপনাদের সন্তানদেরকে দেখভাল করবে যেন তারা বিপথে না যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *