স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) গত ৮ অক্টোবর রাত থেকে ৯ অক্টোবর সকাল পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ মাধবখালী, খোশালপুর, পলিয়ানপুর ও বাঘাডাংগা বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ অক্টোবর রাত ১১টার দিকে মাধবখালী গ্রামের একটি কলা বাগানে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. কামরুল হাসান। এরপর ৯ অক্টোবর রাত সাড়ে ১২টা খোশালপুর গ্রামের ধানক্ষেতে অভিযান চালিয়ে ১৯৬ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট এবং সকাল ৭টার দিকে পলিয়ানপুর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে ৩২০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব অভিযানে কোনো আসামি আটক করা যায়নি।
অন্যদিকে ৯ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে বাঘাডাংগা গ্রামের সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুজন বাংলাদেশি আটক হয়। আটককৃতরা হলো পারিজাত মজুমদার (১৮) ও এক নারী।
গত ৮ অক্টোবর বিকেল ৫টার দিকে একই এলাকায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক নারী ও এক শিশুকে আটক করে বিজিবি। তাছাড়া ৯ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে খোশালপুর গ্রামের বাঁশবাগানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলো মাদারীপুর জেলার রাজৈব থানার মাহিষমাড়ী গ্রামের নলীনি সরকারের ছেলে নিখিল সরকার (৫৩), যশোর জেলার কোতায়ালী থানার শংকরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম শয়ন (৩৪) ও গোপালগঞ্জ জেলার কৃষ্ণপুর গ্রামের কানাই বলের ছেলে লিংকন বল (২০)। বিজিবি জানায়, আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি অভিযান সব সময়ের মতো চলমান থাকবে। আমরা সীমান্ত নিরাপত্তা জোরদার করেছি।”