জীবননগর অফিস
জীবননগরে বীজের প্যাকেটে মূল্য ও বীজ সম্পকিত তথ্য না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জীবননগর উপজেলার জীবননগর বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযানে বীজ, কীটনাশক ও মুদি দোকান তদারকি করা হয়।
এ সময় বীজের প্যাকেট আমদানীকারকের তথ্য, মূল্য ও বীজ সম্পকিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে মেসার্স শীলা বীজ ভান্ডারকে ২৫ হাজার টাকা, মেসার্স গ্রীন লাইফ সীডসকে ৫ হাজার টাকা এবং সারের দাম বেশি রাখায় ৪০ ধারা অনুসারে মেসার্স এ্যানি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৩ ব্যবসায়ীকে ৫৫ হাজার জরিমানা আদায় করা হয় ।
এসময় সংশ্লিষ্ট মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন জলো বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।