মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে মেসার্স আলীম ট্রের্ডাসের স্বত্বাধিকারী মাহাবুব হাসানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত। গতকাল বৃহষ্পতিবার সকালে বাঁশবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।
অভিযান সূত্রে জানায়, অবৈধভাবে সার বিক্রয় হচ্ছে মর্মে একটি নির্ভরযোগ্য সুত্র থেকে খবর পায়। অভিযান পরিচালনাকালে বিক্রেতা সার বিক্রয় করতে পারবে এমন লাইসেন্স দেখাতে পারেনি। তাই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স না নিয়ে সার বিক্রয়ের অপরাধে সার ব্যবস্থাপনা সংশোধন আইন ২০১৮ এর ৪ ধারায় মেসার্স আলীম ট্রের্ডাসকে ১৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত সার নিলামে বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন ও গাংনী থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।